রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবীতে জামায়াতের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০২৫-১০-১২ ১৮:৫৫:২৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারী ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবীতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

আজ ১২ অক্টোবর, রোববার সকালে মিছিলসহ  জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গেয়ে পৌছান। পরে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

 

এসময় টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, জেলা সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপি প্রদানের আগে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে একটি সমাবেশের আয়োজন করা হয়। 

 

সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭