রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

টাঙ্গাইল জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর ১৫০ টি স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য মিনি পার্ক নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ২০২৫-১০-১২ ১৭:৪৯:৩১

News Image

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল জেলার প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিশুদের আনন্দের সাথে পাঠদান সুনিশ্চিত করতে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইল-এর উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১৫০ টি স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য মিনি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । 

 

প্রতিটি শিশু অমূল্য এবং সম্ভাবনাময় । কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের পর্যাপ্ত বিনোদনের সুযোগ নেই অনেক ক্ষেত্রে । শিশুদের যত্নের সাথে বিকশিত হবার সুযোগ দিলে ভবিষ্যতে তাঁরা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে একটি দক্ষ ও সক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে পারে। গবেষণায় দেখা গেছে, খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাসী, সুখী, দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল চিন্তাভাবনার ক্ষমতা বাড়ায় ও দৃঢ় মানসিকতাসম্পন্ন হিসেবে গড়ে তোলে ।

 

তিনি বলেন, প্রশাসনের সকল ভালো উদ্যোগের পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উপজেলা নির্বাহী অফিসারগণ যারা অক্লান্ত পরিশ্রম করছেন জেলার জন্য গৃহীত যে কোন ভালো উদ্যোগকে সফল করতে, তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসক আরও বলেন শিশুদের প্রতি যত্নশীল হোন, তাঁদের বিকশিত হতে সকলেই সহযোগিতা করুন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭