রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে টাইফয়েড জ্বরের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ২০২৫-১০-১২ ১৮:১৫:৫৮

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। এই রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

 

এরই অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১২ অক্টোবর, ২০২৫) সকালে পৌর এলাকার পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ। মাত্র এক ডোজ টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে কার্যকরভাবে সুরক্ষা পাওয়া সম্ভব।

 

গোপালপুর উপজেলায় মোট ৫৩,৩৮০ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রথম পর্যায়ে নগদা শিমলা, হেমনগর, ঝাওয়াইল ও ধোপাকান্দি ইউনিয়নের প্রতিটি তিনটি করে ওয়ার্ডে এবং গোপালপুর পৌরসভার তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

 

বক্তারা অভিভাবকদের সন্তানদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে আহ্বান জানান এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭