শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Logo
Logo

খেলাধুলা

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মরক্কোর হোটেলে আগুন

টাঙ্গাইল দর্পণ স্পোর্টস ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো এই নামটাই একটা ব্র্যান্ড। সেই ব্যাপারটা ক্যারিয়ারের চূড়ায় থাকতেই বুঝতে পেরেছিলেন স্বয়ং রোনালদো।

 

ফুটবলের বাইরেও নানা ক্ষেত্রে নিজের বৃহৎ সামাজ্য গড়ে তুলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তেমনই বাণিজ্যিকভাবেও তার বিচরণ রয়েছে স্বদেশি রাজধানী লিসবনসহ ইউরোপ-আফ্রিকার বেশকিছু দেশে। কয়েকটি দেশে ‘দ্য হোটেল পেস্তানা সিআরসেভেন’–এর অধীনে রেস্তোরাঁ রয়েছে। মরক্কোয় অবস্থিত রোনালদোর তেমনই এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সম্প্রতি।


পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানিয়েছে, গত শনিবার মরক্কোর দ্য হোটেল পেস্টানা সিআর৭ আগুন লেগেছে। যদিও জরুরি ভিত্তিতে অগ্নিনির্বাপক দল সেই আগুণ নিয়ন্ত্রণ আনে। এর মাধ্যমে বড় দুর্ঘটনা এড়ানো গেছে সেখানে।


মরক্কোর সংবাদমাধ্যম ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’-এর তথ্যমতে, ছোট আকারের আগুন লেগেছিল। হোটেল কর্তৃপক্ষ ও ইমারজেন্সি বিভাগের তাৎক্ষণিক সচেতনতা সেই আগুন নেভানোর কাজটি সম্পন্ন করেছে। ফলে আগুন লাগার পর সেটি আর আশপাশের কোথাও ছড়িয়ে পড়তে পারেনি।


২০১৯ সালে মারাকেশেতে অবস্থিত রোনালদোর মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি চালু করা হয়। যেখানে রয়েছে দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুল। ফলে সবমিলিয়ে হোটেলের কক্ষ সংখ্যা ১৬৮টি। মরক্কো ছাড়াও ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের হোটেল রয়েছে লিসবন এবং মাদেইরাসহ বিশ্বের আরও কিছু জায়গায়। মরক্কোর এই হোটেল ২০২৩ সালে ভূমিকম্পের সময় ভ্রমণকারী ও আশপাশের বাসিন্দারা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছিলেন।


আগুন লাগলেও পর্যটকদের জন্য খুব দ্রুতই সেটি নিরাপদ বাসযোগ্য করে তোলার কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ, ‘অতিথি ও কর্মচারীদের নিরাপদে অবস্থানের জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ওই জায়গাও খালি করার প্রয়োজন হয়নি। কেউ হতাহত হয়নি আগুনের ঘটনায়।’
 

জয়ের ধারায় ফিরলো লিভারপুল

প্রকাশিত: ২০২৫-০২-১৭ ২৩:২৯:২৩

ইংল্যান্ডের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত

প্রকাশিত: ২০২৫-০২-০৩ ২২:৫৬:৩০

সরাসরি শেষ ষোলোর টিকেট পেলো ম্যানইউ

প্রকাশিত: ২০২৫-০১-৩১ ২২:৩৩:৪৪

নতুন মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

প্রকাশিত: ২০২৫-০১-৩১ ২২:০৬:০৩

মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ২০২৪-০৭-২৫ ২০:১৪:২৮

বাংলাদেশের অলিম্পিক শুরু আজ

প্রকাশিত: ২০২৪-০৭-২৫ ২০:০৭:০০

ফুটবলে আর্জেন্টিনার মিশন শুরু

প্রকাশিত: ২০২৪-০৭-২৫ ১৮:০১:৫৩

সর্বশেষ

জনপ্রিয়

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭