রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১০-১১ ১৫:৩৮:০৬
নিজস্ব প্রতিবেদক:
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনের লক্ষ্যে প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১১ অক্টোবর, ২০২৫ শনিবার দুপুরে সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
টাঙ্গাইল সদরে দাইন্যা ইউনিয়নের সকল প্রবীণদের আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ "জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি" সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের আগামে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, ডাঃ আব্দুল খালেক, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, দাইন্যা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবীনদের জীবনমান উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তারা অসহায় হয়ে পড়ে। তাই শেষ বয়সে তাদের পাশে থাকার জন্য সংগঠনের মাধ্যমে ফান্ড তৈরি করা হয়েছে। আমরা যারা সমাজে বিত্তবান আছি তাদের সবার উচিত এই সংগঠনের পক্ষে এগিয়ে আসা। এখন যদি আমরা প্রবীণদের পাশে দাঁড়াই পরবর্তী প্রজন্মও আমাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।