সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

নানা আয়োজনে টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস পালন

প্রকাশিত: ২০২৫-১০-১০ ২১:৪৯:৩১

News Image

নিজস্ব প্রতিনিধি:
"ডিমে আছে প্রাটিন, খেতে হবে প্রতিদিন" এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে আলাচনা সভা ও শিক্ষার্থীদের ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। 

 

আজ ১০ অক্টোবর, ২০২৫ শুক্রবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড়ে অবস্থিত সদর উপজলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি হাসপাতালের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান। 

 

টাঙ্গাইল সদর উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. রোশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. শাহীন আলম, বাংলাদশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আলমগীর হাসান স্বপন, জেলা পোল্ট্রি সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানের পূর্বে জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার বালক এর শিক্ষার্থীদর মাঝে বিনামূল্য ডিম বিতরণ করা হয়। 
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭