রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে টাইফয়েড টিকাদানের আওতায় ১০,১৬,১১২ জন শিশু

প্রকাশিত: ২০২৫-১০-০৯ ২২:৫২:২১

News Image

নিজস্ব প্রতিনিধি:
সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলায়ও শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে  মিডিয়াকর্মীও অংশগ্রহণ করেন।

 

জেলা তথ্য অফিসার, টাঙ্গাইলে এর আয়োজনে আজ ০৯ অক্টোবর, ২০২৫ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

 

এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু। 

 

টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিব মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

 

কর্মশালায় জেলা সিভিল সার্জন জানান, টাঙ্গাইল জেলায় মোট ৪ হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।

 

তিনি আরও জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান অভিযানের সাফল্য নিশ্চিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভুল তথ্য প্রতিরোধে গণসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে অভিভাবকদের তাদের শিশুর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭