রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১০-০৯ ০৩:১০:৪৮
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
স্থানীয় সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট প্রশাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই।
৮ অক্টোবর, ২০২৫ বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
অধ্যাপক তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন। পাশাপাশি ফুসফুসেও সংক্রমণ ছিল। বুধবার বিকেলে রিং পরানোর অস্ত্রোপচারের সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তোফায়েল আহমেদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান। দীর্ঘ পেশাগত জীবনে তিনি স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক করার পক্ষে নিরলসভাবে কাজ করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৬-২০০৭ সালে ‘স্থানীয় সরকার কমিশন’-এরও সদস্য ছিলেন তিনি।
স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ২০২৪ সালের ১৮ নভেম্বর তাঁকে প্রধান করে সাত সদস্যের একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। তাঁর নেতৃত্বে গঠিত কমিশনটি গত ২০ এপ্রিল দুই খণ্ডে বিভক্ত চূড়ান্ত প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়।
তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশ ও নির্বাচন সংস্কারে দেশের অন্যতম গবেষক ও নীতিনির্ধারক পরামর্শদাতা। তাঁর লেখালেখি, পরামর্শ ও চিন্তাধারা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।