রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
প্রকাশিত: ২০২৫-১০-০৯ ০১:৫৭:২৮
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৮ অক্টোবর, ২০২৫ বুধবার রাত সাড়ে ১০টার পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলের দায়িত্বশীল সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার এই সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। একাধিক নেতা জানান, কারো কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি স্বামীর সমাধি জিয়ারতের ইচ্ছা প্রকাশ করেন। এরপর তাৎক্ষণিকভাবে দলের কয়েকজন শীর্ষ নেতা তাঁর সঙ্গে চন্দ্রিমা উদ্যানে যান।
একজন কেন্দ্রীয় নেতা বলেন, “নিজের স্বামীর সমাধি জিয়ারত করতে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।” অন্য এক নেতার ভাষ্য, “২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার আগে তিনি সর্বশেষ সমাধি জিয়ারত করেছিলেন। এর পর এতদিন পর আবার যাওয়া সত্যিই আবেগঘন একটি মুহূর্ত।”
বেগম জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের আরও কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। এ সময় চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীকেও দেখা যায়।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “বুধবার রাতে বেগম জিয়া হঠাৎ স্বামীর সমাধি জিয়ারতের কথা বলেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাঁর সঙ্গে সেখানে যাই। এটি তাঁর ব্যক্তিগত ও আবেগঘন একটি সিদ্ধান্ত ছিল—রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়।”
খালেদা জিয়া কিছু সময় সেখানে অবস্থান করে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন। এরপর রাতেই তিনি পুনরায় গুলশানের ফিরোজায় ফিরে আসেন।