রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৯-২৭ ২৩:৫৭:৩৪
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলমান জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বগুড়া সদর উপজেলা।
আজ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বগুড়া সদর উপজেলা ১-০ গোলে শাজাহানপুর উপজেলাকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
খেলার ২৪তম মিনিটে সদরের পক্ষে বিদেশি রিক্রুট বোবো জয়সূচক গোলটি করেন। ম্যাচের রেফারি ছিলেন নাফিস সরকার, তাকে সহযোগিতা করেন রাকিব, জিন্না ও সাখাওয়াত হোসেন রঞ্জু।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলার খেলোয়াড় প্রণয়। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাকসুদুল আলম বুলবুল, আতিক প্রমুখ।