রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৯-১৮ ১৬:০৭:১০
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাছরিন
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
ই-কমার্স বাণিজ্যিক প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাছরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৮ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
রায়ের পাশাপাশি আদালত উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। আদালতে উপস্থিত বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। এই রায় ভুক্তভোগীদের মধ্যে ন্যায়বিচারের একটি অনুভূতি ফিরিয়ে দেবে, তবে এটি যথেষ্ট নয়।”
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালে বাদী আবুল কালাম আজাদ ইভ্যালি থেকে ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় টাকা ফেরত চাইলে শামীমা নাছরিন তা অস্বীকার করেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদের প্রতারণার জন্য বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করতেন। ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে পণ্যের চমকপ্রদ অফার প্রদর্শন করে বাদীকে ৭-৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা তা বাস্তবায়ন করেননি।
বিচারকালে তিনজনের সাক্ষ্য গ্রহণের পর এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় উভয় আসামি পলাতক ছিলেন এবং স্টেট ডিফেন্সের সুযোগ পাননি।