রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

খেলাধুলা

সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল ফাইনালে গোপালপুরের ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমী জয়ী

প্রকাশিত: ২০২৫-০৯-১৪ ১৬:৫৩:২৯

News Image

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
সূচনা কালিহাতী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ সালের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, (১৩ সেপ্টেম্বর) শনিবার বিকেলে, কালিহাতী হাই স্কুল মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভীড়ে মাঠ ছিল উৎসবমূখর।

 

টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান (বাদল)। এর সভাপতিত্বে ফুটবল ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাধন শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এনামুল হক, মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি কোচ গোলাম রায়হান বাপন, প্রমুখ।

 

এ খেলায় মুখোমুখি হয় কালিহাতীর বাংড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর।

 

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর একাদশ।

 

ফাইনাল শেষে আয়োজকরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল, যা স্থানীয় ফুটবলের প্রতি মানুষের আগ্রহের উজ্জ্বল প্রমাণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭