রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

Logo
Add Image

বিনোদন জগৎ

এবার আইটেম গার্ল হিসেবে গানে দেখা যাবে মাহিকে

প্রকাশিত: ২০২৫-০৯-১৫ ০০:২২:৫৩

News Image

টাঙ্গাইল দর্পণ বিনোদন ডেস্ক:
ছোটপর্দার মিষ্টি প্রেমের গল্পে দেখা যেত সামিরা খান মাহিকে। কিন্তু এবার তাকে এ কোন রূপে দেখা গেল! রীতিমতো আইটেম গার্ল হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই টিভিতারকা। নতুন এক ধারাবাহিকের আইটেম গানে নাচ করতে দেখা যাবে তাকে। 

 

কাঙ্খিত প্রেম ব্যর্থ হয়ে বিরহের আগুনে পুড়ছে এক তরুণী। এমন এক অবস্থার কথা শোনা যাবে মাহির ওই আইটেম গানে। মেগা সিরিয়াল ‘খুশবু’র প্রথম পর্বেই থাকবে ওই আইটেম গান। সেখানে মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! জীবনের কঠিন এক মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানামুখী সংগ্রাম ঘিরে নতুন এই মেগা সিরিয়ালের গল্প। 

 

সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহিকেও।

 

ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। 

 

আজ সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় ধারাবাহিকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭