সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

আদর্শ শিক্ষকের পাশে শিক্ষক-শিক্ষার্থী, সংবর্ধনা ও মানবিক দাবির অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৫-০৭-১৭ ২০:৪১:৪৩

News Image

সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
একজন আদর্শবান, সৎ এবং নির্দোষ শিক্ষক হিসেবে পরিচিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাসুদেব রায়কে ১৬ জুলাই (বুধবার) বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জামিন পরবর্তী বিদ্যালয়ে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষক বাসুদেব রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার চূড়ান্ত অব্যাহতির দাবিতে এ দিন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাজ একত্রিত হন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য জনাব সাইফুল ইসলাম, বর্তমান শিক্ষার্থীরা এবং বিভিন্ন ব্যাচের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী।

 

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, মনজুরুল ইসলাম মন্জু, হাসমত আলী, সুজন চন্দ্র দাস, আশিকুর রহমান, আবুল হোসেন, সুজয় সাহা, সুজন আহমেদ ও রিপন চন্দ্র দাস সহ আরও অনেকে।

 

২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ স্বপন আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তার বক্তব্যে তিনি বলেন, “বাসুদেব স্যার একজন নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে আমরা চাই তাঁকে দ্রুত চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হোক।"

 

বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে দশম শ্রেণির ছাত্রী সোয়েবা ইসলাম স্বস্তি বলেন, “আমরা চাই আমাদের প্রিয় শিক্ষককে নিঃশর্তভাবে অব্যাহতি দেওয়া হোক। তিনি আমাদের অহংকার।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনাদের এমনই সহযোগিতা কাম্য। শিক্ষক বাসুদেব রায়কে ঘিরে আজকের এই একাত্মতা প্রমাণ করে তিনি সত্যিই একজন জনপ্রিয় ও নির্দোষ শিক্ষক।”

 

অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে বাসুদেব রায় স্যার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি চিরকৃতজ্ঞ এমন ভালোবাসা ও সম্মানের জন্য। শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য। আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি।”

 

শিক্ষক বাসুদেব রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে শিক্ষার্থীরা সম্পূর্ণ মিথ্যা দাবি করে দ্রুততম সময়ে তার অব্যাহতির দাবি জানান।

 

উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের সরকারি বই বিক্রির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান কে প্রধান আসামী করে আরো ৫ জনকে এবং অজ্ঞাতনামা অনেককে আসামী করে নাগরপুর থানায় একটি মামলা করা হয়। যেখানে বাসুদেব রায় ৫ নং অভিযুক্ত ছিলেন।

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭