রবিবার ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবিকৃত ‘শাপলা’ প্রতীক পাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
আজ ১২ অক্টোবর ২০২৫, রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সিইসি। চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় অংশ নেন।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। বিধান অনুযায়ী, নিবন্ধিত কোনো দলকে কেবল সেই তালিকাভুক্ত প্রতীক থেকেই একটি বরাদ্দ দেওয়া যায়। তাই জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দিতে পারিনি।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা কমিশনের নীতিগত বিষয় নয় যে কাউকে বঞ্চিত করা হবে, বরং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাখতেই তালিকার বাইরে প্রতীক অনুমোদন দেওয়া হয়নি।”
আসন্ন নির্বাচন নিয়ে সিইসি বলেন, “আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যাতে নারী-পুরুষ সবাই উন্মুক্ত পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।” তিনি আশা প্রকাশ করেন, এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবে না।
সিইসি আরও বলেন, “আমি মনে করি, এনসিপির নেতারা দেশপ্রেমিক। তারা চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের মঙ্গলেই কাজ করবেন।”