শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Logo
Logo

আন্তর্জাতিক

সানায় বড় ধরনের ইঙ্গো-মার্কিন বিমান হামলা: ২৫ বেসামরিক ব্যক্তি নিহত

প্রকাশিত: ২০২৫-০৩-১৬ ০৯:৫৮:১৫

News Image

ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। শনিবার রাতের ওই হামলায় অন্তত ২৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

 

ইয়েমেনে সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর ইঙ্গো-মার্কিন বাহিনী ওই হামলা চালাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার এই দরিদ্র দেশটির বিরুদ্ধে ‘অত্যধিক প্রাণঘাতী বলপ্রয়োগের’ হুমকি দেয়ার পর এ হামলা হলো।

 

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব স্থানে হামলা হয়েছে তার প্রত্যেকটি বেসামরিক স্থাপনা। এটি বলেছে, হামলায় প্রাথমিক হিসাবে নয়জন বেসামরিক নাগরিক নিহত ও অপর নয়জন গুরুতর আহত হয়েছে। পরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন নিহতের সংখ্যা ২৫ ও আহতের সংখ্যা ২২ জন বলে এক সংশোধনীতে জানিয়েছে।

 

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানিয়েছে, শুধু সানায় আঘাত হেনেই ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলো ক্ষান্ত হয়নি বরং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের রাজধানী এবং দক্ষিণাঞ্চলীয় ধামার প্রদেশের রাজধানী ও আনাস জেলায়ও হামলা চালিয়েছে।

 

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, হামলার মাধ্যমে মার্কিন ও ব্রিটিশ বাহিনী আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করার পাশাপাশি যুদ্ধাপরাধ করেছে।

 

এর আগে শনিবারই ট্রাম্প এক এক্স বার্তায় ঘোষণা করেছিলেন, তিনি ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও শক্তিশালী সামরিক হামলার’ নির্দেশ দিয়েছেন। যদিও ইঙ্গো-মার্কিন বাহিনী স্রেফ বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে। ট্রাম্পের এক্স বার্তায় বলা হয়, “আমরা আমাদের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অত্যধিক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যাব।”#





আরো পড়ুন

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭