বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে ২টি গরু হত্যার অভিযোগ

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে ২টি গরু হত্যার অভিযোগ

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে ২টি গরু হত্যার অভিযোগ

গরুর মালিক আসাদুল ইসলাম একই গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী শিক্ষিকা রসনা বেগমকে আসামী করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রেলস্টেশন সংলগ্ন জগথাঁ ফকিরপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় আসাদুল নামে এক ব্যক্তির ২টি গরুকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে গরুর মালিক আসাদুল ইসলাম একই গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী শিক্ষিকা রসনা বেগমকে আসামী করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যায় রহিম ও তার স্ত্রী শিক্ষিকা রসনা বেগম কলার ভিতরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে আমার গরু দুটি মেরে ফেলে। থানায় অভিযোগ দিয়েও ২৪ঘন্টা অতিবাহিত হলেও মেলেনি কোন প্রতিকার। আমি তাদের বিচার চাই।

পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মাহফুজ আলম বলেন, আসাদুল ইসলাম আমাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। এই বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গরু দুটি মেরে ফেলার একটি অভিযোগ পেয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184022/বিষাক্ত-গ্যাস-ট্যাবলেট-খাইয়ে-২টি-গরু-হত্যার-অভিযোগ