নারী বিশ্বকাপের ফাইনাল লর্ডসে

নারী বিশ্বকাপের ফাইনাল লর্ডসে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটের মক্কা বা আবাসভূমি বলে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে ২০১৭ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এটি নিশ্চিত করেছে।

একই দিন ২০১৭ নারী বিশ্বকাপের ভেন্যুর নামও চূড়ান্ত করে আইসিসি ও ইসিবি। আগামী ২৬ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ৩১টি ম্যাচ মোট পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। লর্ডসের পাশাপাশি ডার্বিশায়ার, লেস্টারশায়ার, সমারসেট ও গ্লোস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ২৩ বছর আগে লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করেছিল ইংল্যান্ডের মেয়েরা।

প্রসঙ্গত, নারী বিশ্বকাপের আগের ১০ আসরের মতো র্যািঙ্কিংয়ের শীর্ষ আটে না থাকায় এবারও অংশ নিতে পারছে না বাংলাদেশ নারী দল।