মধ্যপ্রাচ্যে ‘প্রক্সি যুদ্ধের’ শঙ্কা রাশিয়ার

মধ্যপ্রাচ্যে ‘প্রক্সি যুদ্ধের’ শঙ্কা রাশিয়ার

আন্তর্জাতিক ডেক্স : মধ্যপ্রাচ্যে ‘প্রক্সি যুদ্ধের’ (অন্যের পক্ষ হয়ে যুদ্ধ) আশঙ্কা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত স্টেফান দে মিস্তোরার সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ সতর্কবার্তা দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, চলমান গৃহযুদ্ধের মধ্যেই সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতেই রাশিয়া ওই সতর্কবার্তা দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সাহায্য করতে সিরিয়ায় ‘৫০ জনের কম’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এমনটা বাস্তব হলে সিরিয়ায় প্রকাশ্য তৎপরতা শুরু হবে যুক্তরাষ্ট্রের সেনাদের।

এ বিষয়ে সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আশ্বস্ত যে তথাকথিত প্রক্সি যুদ্ধে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া যেতে চায় না। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সেনা পর্যায়ে সহযোগিতা বাড়ানো আরো বেশি যুক্তিযুক্ত।’

লাভরভের ওই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূমিকা এবং কৌশল স্থানীয় শক্তিগুলোকে (আইএসবিরোধী) সাহায্য করা। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।