টাঙ্গাইল জেলার ইজতেমার শেষ দিনে মুসুল্লিদের উপচে পরা ভীরে নাকাল শহরবাসী

টাঙ্গাইল জেলার ইজতেমার শেষ দিনে মুসুল্লিদের উপচে পরা ভীরে নাকাল শহরবাসী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলদর্পণডটকম : গত ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া টাঙ্গাইল জেলার ইজতেমার আজ শেষ দিন। আজ হবে আখেরী মোনাজাত, তাই এই বিশাল দোআ মাহফিলে অংশগ্রহণ করতে দেশের সকল জেলা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোক ছুটে আসছেন। শহরের প্রধান প্রধান সড়কে দেখা মিলল প্রচন্ড ভীর ও যানজট।

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম এর পাশে শুরু হওয়া এই টাঙ্গাইল জেলার ইজতেমায় লাখো মুসুল্লি সমাবেত হয়েছেন। যারা এই আয়োজনে অংশ নিতে পারেননি তারা আজ আখেরী মোনাজাতে অংশ নিতেই এই ভীরের মধ্যেই আসছেন।

সকলের নিরাপত্তায় পুলিশের বিশেষ বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সর্বক্ষন সজাগ দৃষ্টি রাখছেন। সকলের আশা কোন প্রকারের সমস্যা ছাড়াই এই ধর্মীয় অনুষ্ঠান শেষ করা সম্ভব হবে।