সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৮-১৮ ০২:১৮:৫৪
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের সহরমূল-কারপাশা গ্রামের একমাত্র সেতুটি গত ১০ বছর ধরে সংযোগ সেতুটি মেরামত না হওয়ার কারণে এ গ্রামের প্রায় ৫ হাজার লোক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
অতি বৃষ্টি এবং তীব্র স্রোতের কারণে সেতুটি উত্তর পার্শ্বে মাটি সরে যাওয়ায় প্রায় অর্ধেক ধ্বংস হয়ে খালের মধ্যে পরে গেছে। ২০১৬ সালের মাঝামাঝিতে সেতুটি কাজ হলেও ঠিকাদার প্রতিষ্ঠানটি বিল নিয়ে যায় বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসীর উদ্যোগে খালের উপর জরাজীর্ণ সেতুটি অর্ধেক অংশ এলাকাবাসী বাঁশের শাকু দিয়ে মেরামত করেছেন।
বাশের শাকু ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তারা খুব কষ্টে চলাচল করছে। স্থানীয়দের মতে সেতুটির দক্ষিণ পার্শ্বে নিকলীর কারপাশা আর উত্তর পার্শ্বে সহরমূল গ্রাম এই দুই গ্রামকে ঘিরে খালের উপর নির্মিত হয় এ সেতুটি। সহরমূল গ্রামের লোকজন-কারপাশা গ্রাম দিয়ে নিকলী চলাচল করতো। সেটিও আজ তাদের স্বপ্ন ভেঙ্গে গেছে। জানা যায় সেতুটির ধ্বসে পড়া অংশটি নিচে পড়ে গেছে। যেটুকু আছে, সে অংশটুকুর রেলিং ভাঙ্গা অবস্থায় পানির মধ্যে পড়ে রয়েছে। এর উত্তর পার্শ্বে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যে রাস্তাটি রয়েছে তাও আবার সড়কের সাথে সংযোগ নেই।
ছোট খালটিতে সংযোগ সেতু না থাকায় মসজিদ, ইদগাহ, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দুই কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। কারপাশা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল সরদার বলেন, জীবনের শেষ ঝুকি নিয়ে দুই গ্রামের লোকজনকে এই সেতু দিয়ে পারাপর হতে হয়। তিনি বলেন, তার সাধ্যমত সরকারি কর্তৃপক্ষের নিকট আলোচনা করে যদি ব্রীজটি করা যায় তাহলে এলাকার মানুষের ভালো সমাধান হতো। নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, কারপাশা-সহরমূল সংযোগ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। পূনরায় সেতুটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।