ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ভস্মীভূত

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার পুরাতন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটির টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার পুরাতন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা দেখে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীকে যোগ দিতে বলা হলে তারাও এসে যোগ দেয়। পরে কসবার দুটি, আখাউড়ার একটি ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একটিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ভস্মীভূত হওয়া ১৩টি দোকানের মধ্যে অধিকাংশ ছিল ছোট। এর মধ্যে রেস্টুরেন্ট, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবপত্রের দোকান, ফটোকপি, গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।

তবে বাজারের ব্যবসায়ীদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/185153/ব্রাহ্মণবাড়িয়ায়-ভয়াবহ-অগ্নিকাণ্ডে-১৩-দোকান-ভস্মীভূত