সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত শতবর্ষী নারী

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত শতবর্ষী নারী

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত শতবর্ষী নারী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ বছর বয়সী চীনা নাগরিক লু।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ বছর বয়সী চীনা নাগরিক লু।

প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা লু-ই হচ্ছেন এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এর আগে গত সপ্তাহে ৯২ বছর বয়সী এক নারী ভাইরাসটির আক্রমণ থেকে রেহাই পান।

হাসপাতালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, জিঝাং প্রদেশের নিংবো শহরের ওই নারী অসুস্থ হয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরে তাকে হংজুর জিঝাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা তিনদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর বৃহস্পতিবার তিনি ছাড়পত্র পান।

হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ড. শেং জিফেং বলেন, লু তার কন্যার মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তার কন্যা ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে। এখন তার কন্যারও চিকিৎসা চলছে।

এ ধরনের রোগে বয়স্ক রোগীদের চিকিৎসায় জটিলতার বিষয়ে উল্লেখ করে হাসপাতালের কমিউনিস্ট পার্টির সম্পাদক লিয়াং তিংবো বলেন, তারা এ সময় বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগেন। তাদের উচ্চরক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা থাকে। এসবের মধ্যে তাদের চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসকদের জন্য খুবই কষ্টসাধ্য। তারপরও লুয়ের মতো বয়স্ক রোগীরা সুস্থ হয়ে উঠবেন এটাই সবার প্রত্যাশা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/107685/সুস্থ-হয়ে-বাড়ি-ফিরলেন-করোনা-আক্রান্ত-শতবর্ষী-নারী