কারখানায় লোহা গলানোর সময় দগ্ধ ৭ শ্রমিক

কারখানায় লোহা গলানোর সময় দগ্ধ ৭ শ্রমিক

কারখানায় লোহা গলানোর সময় দগ্ধ ৭ শ্রমিক

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

রাজধানীর কদমতলী এলাকায় কামাল স্টিল মিলস লিমিটেড নামে একটি কারখানায় লোহা গলানোর সময় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছেন শ্রমিক রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬), বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/106925/কারখানায়-লোহা-গলানোর-সময়-দগ্ধ-৭-শ্রমিক