ভারত-পাকিস্তানের বন্দি তালিকা বিনিময়

ভারত-পাকিস্তানের বন্দি তালিকা বিনিময়

ভারত-পাকিস্তানের বন্দি তালিকা বিনিময়

দু’দেশের জেলে বন্দি সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে ভারত-পাকিস্তান।

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

দু’দেশের জেলে বন্দি সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে ভারত-পাকিস্তান।

বুধবার নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক প্রতিনিধির কাছে ভারতের পক্ষ থেকে এ তালিকা তুলে দেয়া হয়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিকে এ তালিকা দেয় পাকিস্তান। অন্যদিকে নয়া দিল্লিতেও সকাল সাড়ে ১১ টার দিকে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের পক্ষ থেকে পাক হাই কমিশনের প্রতিনিধিকে এ তালিকা দেয়া হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে মোট ২৬৭ জন সাধারণ পাক নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা দেয়া হয়েছে।এদিকে পাকিস্তান মোট ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে।  সাধারণ ভারতীয় বন্দি, নিখোঁজ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে পাকিস্তানকে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/101626/ভারত-পাকিস্তানের-বন্দি-তালিকা-বিনিময়