আতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

আতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

আতিকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের আনা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের আনা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাতে ইসির উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে ব্যবস্থা গ্রহণের এ নির্দেশ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লংঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত ১২ জানুয়ারি মিরপুরের মাজার রোড এলাকায় প্রচারণা শুরুর পর ডিএনসিসি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেন, তাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে (ডিএসসিসি) একই দলের মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও তার প্রচারণায় হামলার অভিযোগ তোলেন।

অভিযোগ অস্বীকার করে আতিকুল সাংবাদিকদের বলেন, বিরোধীপক্ষ মিথ্যাচার করছে। অতীতেও তারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/104154/আতিকের-বিরুদ্ধে-অভিযোগ-ব্যবস্থা-নিতে-ইসির-নির্দেশ