ধর্ম নিয়ে কটূক্তি, প্রাথমিক শিক্ষক আটক

ধর্ম নিয়ে কটূক্তি, প্রাথমিক শিক্ষক আটক

ধর্ম নিয়ে কটূক্তি, প্রাথমিক শিক্ষক আটক

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে পিন্টু কুমার মজুমদার নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) উপজেলার কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে ওই স্কুলশিক্ষককে আটক করা হয়।

আটক পিন্টু কুমার মজুমদার উপজেলার কুমিড়াদহ গ্রামের চণ্ডি প্রশাদ মজুমদারের ছেলে ও রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা যায়, বুধবার সকালে ফেসবুকে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দেন পিন্টু কুমার মজুমদার। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ফেসবুক থেকে তার পোস্টগুলো ডিলিট করে দেন তিনি। পরে রাতে স্থানীয়রা তার বাড়িটিতে হামলা চালায়।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বিষয়টি জানার পর কুমিড়াদহ গ্রাম থেকে পিন্টু কুমার মজুমদারকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বর্তমানে ওই এলাকায় পুলিশ, সরকারদলীয় নেতাকর্মী, ছাত্রলীগ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনও আটককৃতের বিরুদ্ধে মামলা করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/104545/ধর্ম-নিয়ে-কটূক্তি-প্রাথমিক-শিক্ষক-আটক