বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি ও পাকিস্তান সফর মূল ইস্যু

বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি ও পাকিস্তান সফর মূল ইস্যু

বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি ও পাকিস্তান সফর মূল ইস্যু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা আজ রোববার মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে।

দুপুর ২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। এটিই হবে চলতি বছরের প্রথম বোর্ড সভা। গুরুত্বপূর্ণ একাধিক ইস্যু উঠতে যাচ্ছে আজকের বোর্ড সভায়। সবার উপরেই থাকছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। আলোচনার টেবিলের হট ইস্যু পাকিস্তান সফর। মূলত এ দুটো বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘অনেকগুলো এজেন্ডা আছে। রেগুলার কিছু এজেন্ডা থাকে অনুমোদনের জন্য। আমরা পাকিস্তান সিরিজ নিয়ে আলাপ আলোচনা করব। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বিষয়টি নিয়ে আলাপ হবে।’

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১২ ক্রিকেটার। এছাড়া পাঁচজন ছিলেন রুকি ক্যাটাগরিতে। এবার মূল ক্যাটাগরিতে ক্রিকেটার বাড়ার সম্ভাবনা কম। তবে সেই তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিকজন। এছাড়া রুকি ক্যাটাগরিতেও আসতে যাচ্ছে পরিবর্তন।

পাকিস্তান সফর নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই আজ সিদ্ধান্ত জানাবেন নাজমুল হাসান পাপন।

এছাড়া জাতীয় দলের এফটিপি, বিশ্ব একাদশ ও এশিয়া অলস্টার্সের ম্যাচ নিয়ে আলোচনা করবেন নীতিনির্ধারকরা। আলোচনার ইস্যুতে আছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে। ক্রিকেটের নতুন এ স্টেডিয়াম তৈরি করতে আগ্রহ দেখিয়েছে ২৫টি কোম্পানি। আজ নির্ধারণ হয়ে যেতে পারে একটি। 

জাতীয় দলের পেস বোলিং কোচও নির্ধারণ করতে পারে বিসিবি। বিপিএলের দল কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন। গিবসনের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা জোরাল। তবে বোর্ড সভাতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল/ কামরুল



from Risingbd Bangla News https://ift.tt/2R9GzoV