অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হত্যার ঘটনায় মামলা

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হত্যার ঘটনায় মামলা

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হত্যার ঘটনায় মামলা

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মল্লিক (৫৫) নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

জার্নাল ডেস্ক

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলাম মল্লিক (৫৫) নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

রোববার রাতে নিহত বিজিবি সদস্যসের ছোট ভাই মো. সামছুল হক মল্লিক বাদী হয়ে ৮ জনকে আসামি করে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিরোধীয় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দেওয়ানী মামলা বিচারাধীন রয়েছে। ঘর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকায় দুই পক্ষের আইনজীবীদের নিয়ে সালিশ-মীমাংসার নির্দেশ দেন আদালতের বিচারক। শনিবার বিকেল ৩টার দিকে নুরুল ইসলামের বাড়িতে আইনজীবীদের উপস্থিতিতে উভয় পক্ষের লোকজন মীমাংসার জন্য বৈঠকে বসেন।

সালিশ-মীমাংসার মধ্যেই সন্ধ্যা ৭টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারের নেতৃত্বে ৮-১০ জন মিলে নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হন তিনি। রাত ৮টার দিকে নুরুল ইসলামকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, রোববার রাতে নিহতের ছোট ভাই সামছুল হক মল্লিক বাদী হয়ে আটক রিপনসহ ৮ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/103176/অবসরপ্রাপ্ত-বিজিবি-সদস্য-হত্যার-ঘটনায়-মামলা