লবঙ্গের মাঝে লোহার স্ক্রু!

লবঙ্গের মাঝে লোহার স্ক্রু!

লবঙ্গের মাঝে লোহার স্ক্রু!

লবঙ্গতেও ভেজাল

জার্নাল ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লবঙ্গের মধ্যে লোহার স্ক্রু পাওয়ার’ অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। পারভেজ বাবুল নামের সেই কবি ও কলামিস্ট ১০ জানুয়ারি ফেসবুকে ওই বিষয়ে একটি পোস্ট করেন। প্রমাণ হিসেবে দুটি ছবিও দিয়েছেন তিনি।

তার পোস্ট করা ছবিতে দেখা গেছে, কাগজে প্যাকেট করা লবঙ্গের মাঝে লোহার স্ক্রু! এর সাইজ অনেকটা লবঙ্গের মতোই। তাই খুব ভালো করে খেয়াল না করলে সেই স্ক্রু খাবারের সঙ্গে নিশ্চিতভাবেই চলে যাবে পেটে!

ওই ব্যক্তি লিখেছেন, ‘লবঙ্গতে লোহা! আজ সকালে কয়েকটা লবঙ্গ মুখে দিয়েছি। একটা খুব শক্ত মনে হলো। যতোই চিবোই ভাঙেনা! মুখ থেকে বের করে দেখি লবঙ্গ না লোহা/ স্ক্রু চিবুচ্ছি! দেখতে ঠিক লবঙ্গের মতোই। হায়রে কপাল-লবংগতেও ভেজাল!’

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/social-media/103446/লবঙ্গের-মাঝে-লোহার-স্ক্রু