পরিত্যক্ত ব্যাগে মিলল ৩২ লাখ টাকা মূল্যের সোনার বার

পরিত্যক্ত ব্যাগে মিলল ৩২ লাখ টাকা মূল্যের সোনার বার

পরিত্যক্ত ব্যাগে মিলল ৩২ লাখ টাকা মূল্যের সোনার বার

যশোরে একটি রেলস্টেশন থেকে প্রায় ৩২ লাখ টাকা সমমূল্যের দুই পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

যশোরে একটি রেলস্টেশন থেকে প্রায় ৩২ লাখ টাকা সমমূল্যের দুই পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার শার্শা উপজেলার নাভারন রেলস্টেশন মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ থেকে এ সোনার বার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে নাভারন স্টেশন মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে সেটা তল্লাশি করে তার মধ্যে ৬১৩.৫৯ গ্রাম ওজনের দুই পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৩১ লাখ ৯৫ হাজার টাকা।

উদ্ধারকৃত সোনার বারের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/104009/পরিত্যক্ত-ব্যাগে-মিলল-৩২-লাখ-টাকা-মূল্যের-সোনার-বার