শিক্ষকদের ধুয়ে দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের ধুয়ে দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের ধুয়ে দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষামন্ত্রী

জেলা-উপজেলা

রাজশাহী প্রতিনিধি

শিক্ষকরা রাজনীতির নামে নোংরামিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে বিশ্ববিদ্যালয়টির একাদশ সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী।

এসময় তিনি শিক্ষকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শিক্ষকরা রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবেন না।’

তিনি বলেন, ‘সম্প্রতি একটি পক্ষ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দাবি আদায়ের নামে তথাকথিত আন্দোলন করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে ফেলছে। তবে সরকারের মন্ত্রী হিসাবে আমি বলি- যখন দেশে ক্ষমতায় শেখ হাসিনার সরকার, তখন যৌক্তিক দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করবেন না। আপনারা এসব বিষয়ে সরকারকে অবহিত করুন। সরকার অবশ্যই পদক্ষেপ নেবে, নিশ্চিত সমাধান হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘গ্রাজুয়েটদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। আমরা দুই ধরনের কথা শুনে থাকি। যারা চাকরি দেন তারা বলেন- যোগ্য গ্রাজুয়েট পান না। আর যারা চাকরি খোঁজেন, তারা বলেন- দেশে চাকরির ক্ষেত্র কম। এ থেকে একটি বিষয় প্রতীয়মান যে, আমরা যোগ্য গ্রাজুয়েট গড়ে তুলতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘গবেষণা কাজ ছাড়া বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সনদ বিলির প্রতিষ্ঠানে পরিণত হবে। যা দেশ ও জাতির ভবিষ্যতের জন্য ভয়াবহ হবে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কাজে বেশি মনোযোগী হতে হবে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/district-upazila/97421/শিক্ষকদের-ধুয়ে-দিলেন-শিক্ষামন্ত্রী