প্রাথমিক কলুষমুক্ত করতে গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

প্রাথমিক কলুষমুক্ত করতে গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

প্রাথমিক কলুষমুক্ত করতে গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ

মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: own-reporter

দেশে কোনো প্রাথমিক বিদ্যালয়ের নাম রাজাকারের নামে আছে কিনা তা জানতে চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত হওয়ার জন্য মাঠ পর্যায়ে মন্ত্রণালয়ের থেকে চিঠি পাঠানো হয়েছে।

বোরবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে মাঠ পর্যায়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে বলেও মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়।

বৈঠকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিকভাবে লেখাপড়া করছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যদের তদারকি কার্যক্রম জোরদারের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য শিরীন আখতার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, যেসব শিক্ষার্থী ক্লাসে পিছিয়ে আছে, তাদের বাইরে আলাদা পাঠদানের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/101199/প্রাথমিক-কলুষমুক্ত-করতে-গণশিক্ষা-মন্ত্রণালয়ের-নতুন-উদ্যোগ