হা-ডু-ডু খেলা দেখতে জনতার ঢল

হা-ডু-ডু খেলা দেখতে জনতার ঢল

হা-ডু-ডু খেলা দেখতে জনতার ঢল

জয়পুরহাট সংবাদদাতা

আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু বা কাবাডি খেলা।

হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সদর উপজেলার হেলকুন্ডা স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা কাপ হা-ডু-ডু খেলাটির আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে স্থানীয় জনতার ঢল নামে।

শনিবার বিকালে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করতে থাকেন খেলার মাঠে।

কড়ই উত্তর পাড়া একাদশ ২৮ : ১৭ পয়েন্ট পেয়ে হেলকুন্ডা একাদশ দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে এক গরু তুলে দেন প্রধান অতিথি জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

সদর উপজেলার পুরানাপৈল চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, চেম্বারের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

এ হা-ডু-ডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে।

 

জয়পুরহাট/শামীম/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2taoi2I