শুরু হচ্ছে করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

শুরু হচ্ছে করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট


শুরু হচ্ছে করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক
ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ঢাকা অফিসার্স ক্লাবে শুরু হতে যাচ্ছে ‘আকাশ করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট।’ যেখানে ১৬টি স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান অংশ নিবে। ১৯ ডিসেম্বর শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের পাঁচটা ক্যাটাগোরির চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট পাবে। রানার্স-আপ দল ট্রফির পাশাপাশি ঢাকা-কলকাতা-ঢাকা বিমানের টিকিট পাবে।
এ বিষয়ে আকাশ করপোরেট ব্যাডমিন্টন টুর্নামেন্টের চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন বলেন, ‘১৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে যাচ্ছি। যেখানে স্বনামধন্য ১৬টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিবে। সবগুলো ম্যাচ হবে ঢাকা অফিসার্স ক্লাবে। টুর্নামেন্ট হবে পাঁচটি ক্যাটাগোরিতে। সেগুলো হল পুরুষ একক ও দ্বৈত, নারী একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত। পাঁচ ক্যাটাগোরির চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমানের টিকিট পাবে। আর রানার্স-আপরা ট্রফির পাশাপাশি ঢাকা-কলকাতা-ঢাকা বিমানের টিকিট পাবে। এই প্রতিযোগিতার অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।’
এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমরা যারা করপোরেট প্রতিষ্ঠানে কাজ করি তারা ৯টা-৫টা ছকবাঁধা ডিউটি করতে করতে একঘেয়েমি চলে আসে। সেটা দূর করতে, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ভালো একটি সম্পর্ক তৈরি করতে এবং নিজেদের মধ্যে বোঝাপোড়াটা আরো সুদৃঢ় করতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন। যেখানে কয়েকটা দিন সবাই নিরেট বিনোদন পাওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি ও দারুণ কিছু সময় কাটাতে পারবে।’
টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন চলছে। এটা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ওয়ালটন গ্রুপ, গ্রামীনফোন, বেক্সিমকো গ্রুপ, বিকাশ, নগদ, বাংলাদেশ বিমান, আকিজ গ্রুপ, বাংলালিংক ও সামিট গ্রুপ।
এই টুর্নামেন্টের আয়োজনে রয়েছে টোটাল প্লাস ও আউটফিল্ড।



ঢাকা/আমিনুল


from Risingbd Bangla News https://ift.tt/2OVVHFw