সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে হাজির হতে পারি : এরদোয়ান

সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে হাজির হতে পারি : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় যুক্তরাষ্ট্র বাধা না দিলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তুরস্কের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র যদি ঘোষণা দেয় যে এই অভিযানের সামনে তারা দাঁড়াবে না, তাহলে তুর্কি সেনাবাহিনী অভিযান চালাবে।

সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে হাজির হতে পারি : এরদোয়ান


সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে এমন মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, একটি বাক্য রয়েছে যেটি আমরা সব সময় বলি : ‘আমরা সঙ্কেত দেয়া ছাড়াই যেকোনো রাতে আসতে পারি।’

কুর্দি মিলিশিয়াদের ইঙ্গিত করে তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলা করা আমাদের সহ্যের একেবারে বাইরে চলে গেছে।

রোববার হোয়াইট হাউস বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘ-পরিকল্পিত অভিযান পরিচালনার জন্য তুরস্ক শিগগিরই সামনের দিকে অগ্রসর হতে পারে। গত দুই বছরে এই অঞ্চল থেকে যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ধরা হয়েছে, তার জন্য তুরস্ক দায়ী।

এরদোয়ান বলেন, ‘এই অঞ্চলে ইসলামিক স্টেটের হাতে বিদেশি বন্দিদের মুক্তির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করবেন তিনি।’

তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার উত্তরাঞ্চলে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য দেশের আইএস বন্দি রয়েছে। তারা বলেছেন, আমরা তাদের নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা তাদের খোঁজ-খবর করতে পারছি না। এ ব্যাপারে কি করা যেতে পারে? তারা এ ব্যাপারে কাজ করতে যাচ্ছে এবং আমার সহকর্মীদের এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি।’

সূত্র : এএফপি।