সখীপুরের কালিয়ানে গণহত্যা দিবস পালন।

সখীপুরের কালিয়ানে গণহত্যা দিবস পালন।

জুয়েল রানা, সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরের কালিয়ানে গণহত্যা দিবস পালন করা হয়েছে। সোমবার কালিয়ান বাজারের এ দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান। এছাড়াও সখীপুর থানার ওসি আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. আমজাদ হোসেন, মো. ওসমান গণি, সাবেক সিভিল সার্জন আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও ১৯৭১ সালের ওই গণহত্যার দিন রাতে সাতজনকে পাকবাহিনী ধরে নিয়ে গিয়ে চোখ বেধে অমানুষিক নির্যাতন করে ছেড়ে দেয়। তাঁদের একজন খোরশেদ আলম ওই দিনের স্মৃতি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
 
প্রসঙ্গত , ১৯৭১ সালের ১ জুলাই উপজেলার কালিয়ান গ্রামে পাক হানাদার বাহিনী ওই গ্রামের শতাধিক বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও ওই গ্রামের ১৮ জনকে গুলি করে হত্যা করে। হানাদারের গুলিতে আরও পাঁচজন আহত হন। রাতের বেলা ওই গ্রামের আরও সাতজনকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করে।
কালিয়ান গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন,  ৪৭ বছর পর এ বছরই ওই বধ্যভূমির পাদদেশে প্রথম গণহত্যা দিবস পালিত হলো।