সখীপুরে প্রতিবন্ধী ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভা

সখীপুরে প্রতিবন্ধী ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভা

সখীপুরে প্রতিবন্ধী ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভাজুয়লে রানা, সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রতিবন্ধী ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংস্থা সুই্ড বাংলাদেশের উপজেলা শাখা সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সভার আযোজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, সুচিত্রা রানী ম-ল, সুইড বাংলাদেশ সখীপুর শাখার উদ্যোক্তা এখলাস উদ্দিন প্রমুখ। সচেতনতামূলক ওই সভায় বিভিন্ন শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রতিবন্ধীদের মাঝে সচেতনতা বাড়ানো ও বাল্যবিয়ে বন্ধের ওপর গুরুত্ব দেন।
সুইড সখীপুর শাখার উদ্যোক্তা এখলাস উদ্দিন জানান, এ সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য সখীপুর পৌর এলাকায় প্রাথমিক পর্যায়ে একটি বিদ্যালয় গড়ে তোলা হবে।