সখীপুরে জাল ভোট প্রদানকারী এইচএসসি পরীক্ষার্থীকে জরিমানা

সখীপুরে জাল ভোট প্রদানকারী এইচএসসি পরীক্ষার্থীকে জরিমানা

জুয়েল রানা সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট প্রদানকালে হাসান (১৭) আদালত পরিচালনাকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেক বলেন, ছেলেটি সত্যতা স্বীকার করায় ও এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় এনে এ সাজা দেওয়া হয়েছে।

নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করে। উপজেলার কাহার্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গতকাল রোববার বিকেল ৩টায় ওই ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষার্থীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাচন পরিচালনা ভ্রাম্যমাণ টিমের প্রধান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেক এ আদেশ দেন। ওই  ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম সাঈদ জানান, সখীপুর সরকারি মুজিব কলেজের এইচএসসি পরীক্ষার্থী (আজ ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু) জাল ভোট প্রদানকালে তাকে হাতেনাতে আটক করা হয়।