সিরিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ২৪

সিরিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ২৪

আর্ন্তজাতিক ডেস্ক :
 
সিরিয়ায় মাইন বিস্ফোরণে নিহত ২৪
সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ রোববার শ্রমিক বহনকারী একটি গাড়ি সন্ত্রাসীদের পেতে রাখা মাইন চাপা দিলে তা বিস্ফোরিত হয় এবং শ্রমিকরা হতাহত হয়। চলতি মাসের গোড়ার দিকে হামা প্রদেশের সালামিয়া এলাকায় একইভাবে মাইন বিস্ফোরণে সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিল।

২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করে। তারপর থেকে কয়েকটি রাষ্ট্রের সহযোগিতা সিরিয়ার সেনাবাহিনী কয়েকটি গ্রুপের সঙ্গে লড়াই চালিয়ে আসছে। এরইমধ্যে সিরিয়ার সেনারা দেশের বেশিরভাগ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তবে সন্ত্রাসীরা তাদের দখল করা এলাকা ছেড়ে যাওয়ার সময় মাইন ও বোমা পেতে রেখে যাচ্ছে। এসব বোমা বিশেষ করে বেসামরিক লোকজনের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।