গোপালপুরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

গোপালপুরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত


মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের গোপালপুরে ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল  বুধবার বিকালে স্থানীয় সূতী ভি.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.মাসূমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বনাম হেমনগর  শশীমুখী উচ্চবিদ্যালয়ের চুড়ান্ত পর্বের খেলাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জলিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌরমেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হোসেন প্রমুখ।

খেলায় হেমনগর শশীমুখী উচ্চবিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে সুতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম পুরুস্কারের শিরোপা অর্জন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল-মাদ্‌রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য, পুলিশ প্রশাসন,  বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জনগণ। খেলা শেষে উপজেলার আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি বৃন্দরা খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে পুরষ্কার পদক তুলে দেন।