সখীপুরে পোলট্রি খামার ও দোকানঘর উচ্ছেদ

সখীপুরে পোলট্রি খামার ও দোকানঘর উচ্ছেদ

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :  সখীপুরে পোলট্রি মুরগির খামার ও দোকানসহ চারটি ঘর উচ্ছেদ করা হয়েছে। উপজেলার বড়মৌশা গ্রামের আলতাব হোসেন সরকারি খাস জমি দখল করে পোলট্রি খামার করার অভিযোগে দুইটি ও দেওদিঘী বাজারে সখীপুর-ঢাকা সড়কের একপাশের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগে মো. মাতু খানের দুইটি ঘর উচ্ছেদ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়সার খসরু। এ সময় সখীপুর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাখাওয়াত হোসেন ও গজারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল থেকে আসা পুলিশের ৩০ সদস্যের রিজার্ভফোর্স অভিযানে অংশ নেয়।