ইয়েমেনে আল কায়েদার হামলায় ৫ পুলিশ নিহত

ইয়েমেনে আল কায়েদার হামলায় ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেক্স : ইয়েমেনের দ্বিতীয় নগরী এডেনে শুক্রবার সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এক নিরাপত্তা সূত্র জানায়, এডেনের উত্তরাঞ্চলের বাসাতিন এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে মুখোশধারীরা হামলা চালায়। এরপর তারা পালিয়ে যায়।

দক্ষিণাঞ্চলের বন্দর নগরীতে সন্দেহভাজন জিহাদিদের হামলায় তিন সরকারপন্থী সৈন্য নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।

এডেনের কিছু এলাকা নিয়ন্ত্রণ করে আল কায়েদা। এখানে প্রেসিডেন্ট আবদ্রাবো মনসুর হাদি সরকার শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে ঘাঁটি স্থাপন করেছে। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় হাদির বাহিনী এডেন ও দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশ থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে। তবে শিয়া বিদ্রোহীরা উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।

আর এডেনের মত দক্ষিণাঞ্চলের নগরীগুলোতে সরকারপন্থী ও বিদ্রোহীদের সংঘাতের সুযোগ নিচ্ছে আল কায়েদা ও তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা। তারা গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলা ও হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।-বাসস