আইএস প্রচারণা বন্ধে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসবে হোয়াইট হাউজ

আইএস প্রচারণা বন্ধে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বসবে হোয়াইট হাউজ

প্রযুক্তি ডেক্স :  অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ফেসবুক ও টুইটারের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোজেতে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসছে।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। অনলাইন প্ল্যাটফর্মগুলো বিশ্বব্যাপী মানুষদের যোগাযোগ সহজ করে দিয়েছে। আর এর সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নতুন কর্মী খুঁজতে, পুরনো কর্মীদের উস্কানি দিতে এবং নিজেদের কর্মকাণ্ডের ছবিসহ বিভিন্ন তথ্য অবাধে আদান-প্রদান করতে নির্ভর করছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর। ইতোমধ্যে মাইক্রোব্লগিং সেবা টুইটার উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কর্মী নিয়োগ, ছবি ও বার্তা প্রচারের জন্য সমালোচিত হয়েছে ।

মার্কিন সরকারের পক্ষ থেকে আলোচনায় অংশ নেবে হোয়াইট হাউজ, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং দেশটির শীর্ষ ইন্টেলিজেন্স কর্মকর্তারা। তবে বৈঠক প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।



তথ্যসুত্রঃ বিবিসি