আগামীকাল কাফনের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ কর্মসূচি

আগামীকাল কাফনের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ কর্মসূচি

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গণস্বাক্ষরতা শুরু
আগামীকাল কাফনের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা


স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিম্ন-মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন জাতীয় প্রেসক্লাবের সামনে ২১তম দিনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষরতা শুরু করেছেন। উল্লেখ্য চলতি কর্মসূচির শুরুতে ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৬ দিন অনশন পালিত হয়। ১৭তম দিনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ এবং ১৮তম দিনে শূন্য থালা হাতে নিয়ে প্রতিবাদ, ২০তম দিনে অর্ধপ্রজ্বলিত মোমবাতি নিভিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় শিক্ষক নেতৃবৃন্দ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজ অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি অবিলম্বে এমপিওভুক্তির ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ এশারত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু, সহ-সভাপতি অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ এনামুল হক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, আমরা নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা জীবন-মৃত অবস্থায় বেঁচে আছি। তিনি অধিকাংশ শিক্ষক-কর্মচারী চাকুরি জীবনের অর্ধেক সময় পার করলেও তাদের পেশাগত কোন নিশ্চয়তা না থাকায় এবং অন্যদিকে এমপিওভুক্ত না হওয়ায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ার কথা উল্লেখ করে বলেন এখনি এমপিভুক্ত করা না হলে শিক্ষক-কর্মচারীদের জীবন-যাপন হুমকির মুখে পড়বে। দীর্ঘ ২০ দিনের আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি গণদাবিতে পরিণত হলেও এখনো পর্যন্ত সরকারের কোন সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে আগামীকাল শিক্ষক-কর্মচারীরা মাথায় কাঁপনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দেন।