প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল করা হয়েছে

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর বাতিল করা হয়েছে

নিউজ ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সফরে তার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে নেয়া হয়েছে। তিনদিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল। ইউনেস্কোর সাধারণ সম্মেলন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, শুক্রবার রাতে প্যারিসের ছয়টি জায়গায় আলাদা হামলায় দেড় শতাধিক নিহত হয়েছেন। যদিও সরকারি হিসাবে তা ১২৮। এই বর্বর ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউও জারি করা হয়েছে। সীমান্ত এলাকা একেবারে সিল করে দেয়া হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে উঠেছে সারা বিশ্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাসবিরোধী আন্দোলনে ফ্রান্সের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

তথ্যসূত্র : বাংলামেইল২৪ডটকম।