টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৩৯-তম মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৩৯-তম মৃত্যুবার্ষিকী পালন

বিভাস কৃষ্ণ চৌধুরী : গতকাল সোমবার মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯-তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগন এ নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করছেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। ৯৬ বছর  বয়সে ১৯৭৬  সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাঁকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া  গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। তিনি আমৃত্যু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।