ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিম তীরের কালান্দিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।  আবু শাহিন নামে ফিলিস্তিনি এক নাগরিকের বাড়িতে তল্লাশির সময় সংঘর্ষে ওই তিন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মোহাম্মদ আবু শাহিনের বিরুদ্ধে ১৯ জুন পশ্চিম তীরের দোলেভ বসতির কাছে ড্যানি গোনেনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ওই হামলায় অপর এক ইসরায়েলি আহত হয়।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় কয়েকশ ফিলিস্তিনি ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালায়। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল ছুড়ে মারে। ওই বাড়িটি কালানদিয়ায় অবস্থিত।

এর আগে অক্টোবরে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর পর থেকেই ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৮৩ ফিলিস্তিনি ও ১২ ইসরায়েলি নিহত হয়েছে।

তথ্যসূত্র : জাগোনিউজ২৪।