সন্ধ্যা নদীতে বসেছে ভাসমান শাপলার হাট

সন্ধ্যা নদীতে বসেছে ভাসমান শাপলার হাট

টাঙ্গাইলদর্পণডটকম :  গ্রাম বাংলার ঐতিহ্য শাপলার হাট। গ্রাম বাংলার পুরনো এ ঐতিহ্য ধরে রাখতেই পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর কচুয়াকাঠী মোহনায় বসেছে ভাসমান শাপলার হাট। বিল অঞ্চলের মানুষের প্রয়োজনে শত বছর ধরে সন্ধ্যা নদীর শাখা খালে জলে-ডাঙ্গায় চলে আসছে এ নয়নাভিরাম ভাসমান শাপলার হাট।

নাজিরপুর উপজেলার বৈঠাগাটা গ্রামের খলিলুর রহমান টুঙ্গিপারার তাবাইল গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে এ মৌসুমে শাপলা সংগ্রহ করে উপকূলীয় হাটে-বাজারে বিক্রি করে আসছে। উপজেলার সন্ধ্যা নদীর মোহনায় নৌকায় করে এখন সপ্তাহে দুই দিন হাট বসে। আর এখানে সেখানে নিয়মিত বসে আসছেন তিনি।

Shapla

শাপলা বিক্রেতা খলিলুর রহমান জানান, সপ্তাহে দুই হাটে এ ভাসমান বাজারে প্রতি মুটি শাপলা ১৫ থেকে ২০ টাকা বিক্রি হয়। এ অঞ্চল থেকে শাপলা উপকূলীয় এলাকার হাট-বাজারে এই মৌসুমে বিক্রি করে আসছেন।

কাউখালী ইতিহাস ঐতিহ্যের সংগ্রহ শালার প্রতিষ্ঠাতা আ. লতিফ খসরু বলেন, গত ৫ বছর ধরে কাউখালীতে এ মৌসুমে শাপলার হাট বসছে। ভাসমান এ শাপলার হাট এখন বাণিজ্যিক বাজারে পরিণত হয়েছে।