আশেকপুর বাইপাসে সড়ক দূর্ঘটনায় নিহত ১ জনের পরিচয় মিলেছে, বাকীরা চিকিৎসাধীন আছে

আশেকপুর বাইপাসে সড়ক দূর্ঘটনায় নিহত ১ জনের পরিচয় মিলেছে, বাকীরা চিকিৎসাধীন আছে

বিভাস কৃষ্ণ চৌধুরী :  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের নগরজলফৈই বাইপাশে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। তাদের মধ্যে ১৬ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম ওসমান গনি (৪০)। বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদুজ্জামান আসাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী যাত্রীবাহি বাস মহাসড়কের নগরজলফৈ বাসপাসে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবাহি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় অন্তত ২০ জন যাত্রী। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি খাদ থেকে উঠানো হয়।